ডেস্ক রিপোর্ট : আগামী সংসদ নির্বাচনে সর্বাত্মকভাবে নৌকার পক্ষে কাজ করতে দেশে আসছেন সুইডেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডঃ ফরহাদ আলী খান এর নেতৃত্বে সফর সঙ্গীরা হচ্ছেন: সহ-সভাপতিবৃন্দ সিরাজুল হক খান রানা, আতাউর রহমান, আব্দুল মুহিত টুটু, আব্দুস সালাম চৌধুরী, রিয়াজ আহমেদ, খন্দকার জাকারিয়া, আমিনুল ইসলাম; যুগ্ন সাধারণ সম্পাদকবৃন্দ সৈয়দ মাসুম বারী, দলিল উদ্দিন দুলু, কামরুল হাসান; সাংগঠিনক সম্পাদক কাউসার আলী; ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ তামান্না হোসেন খান, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শ্যামল দত্ত, উপ-মহিলা সম্পাদক ইসরাত রহমান; কার্যকরী পরিষদ সদস্য সেলিনা খান, শাহ নেওয়াজ উজ্জ্বল, তাহমিনা আলী, সিরাজ বেপারী। এছাড়া সফরসঙ্গী হচ্ছেন সুইডেন যুবলীগের আহবায়ক যোবায়দুল হক সবুজ সহ সুইডেন আওয়ামী লীগ, সুইডেন স্বেচ্ছাসেবক লীগ, সুইডেন যুবলীগ, সুইডেন ছাত্রলীগ এর বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।
সফররত নেতৃবৃন্দ বর্তমান সরকার এর উন্নয়নের ধারবাহিকতা বজায় রাখতে মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক বাংলাদেশ আওয়ামী লীগ এবং ষোল কোটি মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির আলোর দিশারী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে পুনরায় ক্ষমতায় আনার লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচারণায় অংশগ্রহণের পাশাপাশি প্রবাসী আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সমন্বয় রাখবেন এবং নিজ নিজ এলাকায় নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে আওয়ামী লীগ প্রাথীর পক্ষে গণ সংযোগ করবেন।