ব্রহ্মণবাড়িয়ায় সাংবাদিক মুরাদ মৃধা ছিনতায়ের কবলে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরের সাংবাদিক মুরাদ মৃধার কাছ থেকে পিস্তল ঠেকিয়ে নগদ টাকা লুটে নিয়েছে ছিনতাইকারীরা। শুক্রবার বিকেলে পৌনে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সদর থানা সংলগ্ন সমবায় মার্কেটের সামনে ছিনতায়ের এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার সাংবাদিক মুরাদ মৃধা জাতীয় দৈনিক ‘বাংলাদেশের খবর’ পত্রিকার নাসিরনগর উপজেলা প্রতিনিধি। ঘটনাস্থল থেকে সদর মডেল থানার দূরত্ব মাত্র দুইশ গজ।সাংবাদিক মুরাদ মৃধা জানান, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল কেনার জন্য দুপুরে জেলা শহরে আসেন তিনি। বিকেলে সদর মডেল থানা ভবনের কাছে সমবায় মার্কেটের সামনে মালামাল নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি।

এ সময় কয়েকজন যুবক এসে তাকে কথার ছলে মার্কেটের ভেতরে গাড়ি পার্কিংয়ের স্থানে নিয়ে যান। পরে ওই যুবকরা মুরাদকে পিস্তল ঠেকিয়ে বলে সঙ্গে যা আছে চুপচাপ যেন দিয়ে দেন। পরে ছিনতাইকারীরা মুরাদের সঙ্গে থাকা নগদ টাকা লুটে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এই বিষয়ে বক্তব্য জানতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি সেলিম উদ্দিনের নাম্বারে একাধিক বার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয় তিনি অবগত নন। খোজ নেওয়া হচ্ছে, জেনে বিস্তারিত বলা যাবে।

এর আগেও গত ১৭ অক্টোবর দুর্গাপূজা দেখতে এসে সদর মডেল থানা ভবনের কাছে খালপাড় সেতুর সামনে রণজিত সরকার নামে এক যুবককে ছুরিকাঘাত করে নগদ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments