আজ গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস

প্রেস বিজ্ঞপ্তি : সকল ষড়যন্ত্র পদলিত করে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। সেনা সমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেপ্তার হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেত্রীর কারামুক্তির দাবীতে সুইডেন সহ প্রবাসে ও জোরালো আন্দোলন গড়ে ওঠে। জননেত্রী শেখ হাসিনা তৎকালীন অবৈধ সরকারের নির্যাতন ও শত প্রলোভনেও গণতন্ত্রের প্রশ্নে ইস্পাতকঠিন দৃঢ় ও অবিচল ছিলেন। এ সময় কারাগারের অভ্যন্তরে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েন। তখন বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়ার দাবি উঠে সমগ্র বিশ্বে। জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপোসহীন মনোভাব ও অনড় দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার জননেত্রী শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। তাঁর মুক্তিতে সেদিন যেন মুক্তি পেয়েছিল গণতন্ত্র। ১১ জুন তাই গণতন্ত্রের মুক্তির দিন। আজকের গণতান্ত্রিক বাংলাদেশকে অনেক কালো অধ্যায় পার হয়ে আসতে হযেছে , বাধার পাহাড় ডিঙিয়ে চলতে হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা অমসৃন, কণ্টকাকীর্ণ পথে পায়ে পায়ে বাধা সরিয়ে গত ১০ বছরে বাংলাদেশকে বিশ্বের দরবারে এক সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন। কিন্তু ষড়যন্ত্র এখনো থেমে নেই। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের উন্নয়নের গতিধারা রুখতে এক গভীর ষড়যন্ত্রের নীলনকশা চলমান। দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে স্বাধীনতা- ও দেশবিরোধী প্রতিক্রিয়াশীল জামাত-বিএনপি চক্র এবং নব্য লুটেরা ও আদর্শহীন সুবিধাবাদী গোষ্ঠী এখনো তৎপর। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ জাতীয় ঐক্য ও উন্নয়নের প্রতীক শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত দেশপ্রেমিক ও প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির দৃঢ় ঐক্য এবং সম্মিলিত প্রয়াস। গণতন্ত্রের মুক্তির এই দিনে সেই মন্ত্রে নতুন করে উজ্জীবিত হয়ে বাংলাদেশের বিরামহীন উন্নয়নের গতিধারা কে অব্যাহত রাখতে হবে।

শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে দেশে ও প্রবাসে নেত্রীর কারামুক্তি ও গণতন্ত্রের সংগ্রামে অংশগ্রহণকারী সকল মুজিবাদর্শের অকুতোভয় সৈনিক ও মুক্তিকামী সহযোদ্ধাদের সুইডেন আওয়ামী লীগের পক্ষ থেকে কৃতজ্ঞচিত্তে অভিনন্দন জানাচ্ছি।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
জয়তু শেখ হাসিনা
ডঃ ফরহাদ আলী খান , সাধারণ সম্পাদক, সুইডেন আওয়ামী লীগ
সাবেক সহ-সভাপতি, সুইডেন আওয়ামী লীগ ( ১৯৯৭-২০১৬)
সাবেক সাধারণ সম্পাদক ( ১৯৮৮-১৯৮৯), সভাপতি (১৯৮৯-১৯৯০), বাংলাদেশ ছাত্র লীগ, ঢাকা মেডিকেল কলেজ শাখা
সাবেক ভিপি, ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদ, ঢামেকসু ( ১৯৯০-১৯৯১)
সাবেক আহবায়ক, ৯০´র গণআন্দোলনকালীন সর্বদলীয় মেডিকেল ও ডেন্টাল ঐক্য পরিষদ ( ১৯৯০-১৯৯১)

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments