ডেস্ক রিপোর্টঃ পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে শরিয়তপুরের নড়িয়া ও জাজিরার বিস্তীর্ন এলাকা। আগামী ৩০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় শরিয়তপুর জেলা সমিতি ইতলী মানব বন্ধন ও সমাবেশ করবে। সমাবেশ সফল করতে এবং এই মানব বন্ধনের সংবাদ যথাযথ ভাবে প্রচারের জন্য রোমের মূলধারার সাংবাদিকদের সাথে বৈঠক করে সংগঠনটি। এসময় বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সভাপতি ও শরিয়তপুর জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক আফতাব বেপারী, শরিয়তপুর জেলা সমিতির সভাপতি আব্দুর রউফ ফকির, সহ সভাপতি কাদের বেপারী, শহিদুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক আক্তার হোসেন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সম্মানিত সদস্য জাকির হোসেন গনি ও মোঃ জাহাঙ্গির হোসেনসহ আরো অনেকে।
এ সময় সর্বইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব এর সভাপতি ও এনটিভির ইতালি ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনির,বাংলা প্রেসক্লাবের সহসভাপতি ও চ্যানেল আইর ইতালির বিশেষ প্রতিনিধি লাবন্য চৌধুরী,বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভির রোম প্রতিনিধি হুমায়ুন কবির এবং বাংলা প্রেসক্লাবের সদস্য ও এটিএন বাংলার ইতালি প্রতিনিধি হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।