মোহাম্মদ আব্দুস সালাম : সাভার পৌরসভার ১নং ওয়ার্ড এলাকায় বাড্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টাকা আদার করে শিক্ষার্থীদের ভর্তি করার অভিযোগ উঠেছে। অটোচালক শামীম হাসান গত ২জানুয়ারী শিশু শ্রেনীতে তার মেয়েকে ভর্তির জন্য ১০০ টাকা স্কুলে জমা দিয়ে ভর্তি করে বলে জানান।
পিন্টু মিয়া ও শাহিন হোসেন বাড্ডা স্কুলের বিরুদ্ধে একই অভিযোগ করে বলেন ১০০ টাকা করে জমা দিয়ে ভর্তি করা হয় তাদের শিশু সন্তানদের। বাড্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মুঠোফোনে টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন জনপ্রতি ১০০ টাকা আদায় করা হচ্ছে কিন্ত ভর্তির জন্য না।
তিনি আরও বলেন স্কুল ব্যাচের জন্য ২০ টাকা ও আনুষাঙ্গিক খরচ বাবদ ৮০ টাকা মোট ১০০ টাকা আদার করা হয়েছে । স্কুল পরিচালনা ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন বলেন স্কুল ফান্ডে টাকা না থাকার কারনে টাকা আদায় করা হচ্ছে। আপাতত ১৫ থেকে ২০জনের মতো ভর্তি করা হয়েছে। স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন বাড্ডা স্কুলে তার যানা মতে ১০০ থেকে ১৫০ জনের মতো নতুন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।
গতকাল ৩ জানুয়ারী সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপসিরা ইসলাম লিজা মুঠোফোনে বলেন শিক্ষার্থীদের কাছ থেকে কোন প্রকার টাকা আদায় করা যাবে না। টাকা আদায়ের অভিযোগের বিষয়ে বলেন বিভাগীয় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।