জাকির হোসেন সুমন : মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। আর এই রমজান মাস উপলক্ষে ইতালীতে শরীয়তপুর এসোসিয়েশন ভেনিস আয়োজন করে আলোচনা সভা, ইফতার ও দোয়া। ভেনিসের ভিয়া আলেয়ারদি সালা কলবে হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রুহুল আমিন। সে সময় সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মোস্তফা কালু পরিচালনায় বক্তব্য রাখেন শরীয়তপুর এসোসিয়েশন ভেনিসের সাধারন সম্পাদক আল মামুন ঢালী, সিনিয়র সহ সভাপতি এরফান ছৈয়াল, শাহিন সরকার, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা, মান্নান খান, মহিলা সম্পাদিকা সোহেলা আক্তার বিপ্লবি, উপদেষ্টা রফিকুল ইসলাম ছৈয়াল, হান্নান হোসেন বাবু, আবু সাইদ মাঝি, লিটন ঢালী, হাকিম লাকুরিয়া, লিটন মাদবর, জাফর কাজী, জনী রারী ছাএলীগ ভেনিস শাখার সভাপতি আরিফ হাওলাদার। সাধারন সম্পাদক রোমান।
এ ছাড়া ও উপস্হিত ছিলেন, ভেনিসের সামাজিক, আঞ্চলিক রাজনৈতিক সংগঠনপর নেতৃ বৃন্দু দের মধ্যে মজিবর রহমান সরকার, আবুল কাশেম শিকদার, সৈয়দ কামরুল সারোয়ার, আমিনুল ইসলাম, মাহবুবুর রহমান, মো : সোলায়মান, জিল্লর রহমান পাঠান। আব্দুল কুদ্দুস সহ অনেকে। পরে দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়।