যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির আয়োজনে প্রবাসে রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মহিউদ্দীনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রফিক রনির পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি মাফিজুল ইসলাম রাসেল এবং সাবেক সভাপতি আবু আহমেদ শহীদুল্লাহ।
এছাড়াও যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি আব্দুল মান্নান, খোকন আহমেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, কোষাধক্ষ্য ফজলুল হক, প্রচার সম্পাদক খোরশেদ আলম মিলন, ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা বিষয় সম্পাদক একে এম মিজানুর রহমান, শ্রম ও কর্ম বিষয় সম্পাদক জুয়েল শেখ ও উপদেষ্টা শহিদুল হক রেন্টু সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
এসময় বাংলাদেশ বাংকার ব্যবসায়িক সমিতি, একতা ব্যবসায়িক সমিতি, প্রগতি ব্যবসায়িক সমিতি, নোয়াখালী বাংকার ব্যবসায়িক সমিতির শীর্ষ নেতৃবৃন্দ এবং সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও রোমের তরপিনাত্তারায় নতুন মসজিদ বাইতুল আজিজ জামে মসজিদে অনুষ্ঠিত ইফতারে উপস্থিত ছিলেন অসংখ্য প্রবাসী বাংলাদেশীরা। শেষে ব্যবসায়িক উন্নয়ন সহ প্রবাসে ও দেশের সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।