ইতালির রোমে প্রবাসী রোজাদারদের সম্মানে অরাজনৈতিক প্রবাসী জনকল্যাণমুখী সংগঠন মুলাদী উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোমের মক্কী মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি নাসির উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাদলের পরিচালনায় এবং সাংগঠনিক সম্পাদক শফিকুল শিকদারের আপ্যায়নে অসংখ্য প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক সকলকে ধন্যবাদ জানান এবং প্রবাসীদের স্বার্থে সবাইকে জনকল্যাণমুখী কার্যক্রম করার আহ্বান করেন। এছাড়াও মুলাদী উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সকলের সহযোগিতায় কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন।
এ সময় উপদেষ্টা স্বপন হালদার, রাকিব ভূঁইয়া, মেহেদী হাসান, আরিফ হোসেন বেপারী, সানোয়ার ভুঁইয়া ও সোহেল খান সহ সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান কোয়েল ভূঁইয়া , সহ-সাধারণ সম্পাদক রাজ তালুকদার ও সম্মানিত সদস্য সোহেল ভূঁইয়া, খোকা হাওলাদার ছাড়াও সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে মসজিদের ইমাম রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগাতে আহ্বান জানিয়ে, প্রবাসে ও দেশে সহ মুসলিম বিশ্বের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।