মুন্সীগঞ্জ জেলা সমিতি, ইতালী দীর্ঘ দিন ধরে রোমের সমাজ ব্যবস্থায় বিশেষ অবদান রেখে আসছেন। যার ফল শ্রুতিতে প্রতিবারের মত এবারও ধর্মপ্রাণ রোজাদার মুসল্লিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে।
মনিরুজ্জামান : রোমের মসজিদে কুবা’য় ১০ জুন রবিবার আয়োজিত ইফতার মাহফিলে মুন্সিগঞ্জ জেলা সমিতির সভাপতি আমিনুর রহমান ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হেলাল রায়হানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদু সোবহান সিকদার।
এসময় রাষ্ট্রদূত বলেন, পবিত্র রমজান মাস আমাদের শিক্ষা স্বরূপ, যা আমাদের ব্যক্তি জীবনে কাজে লাগিয়ে সমাজকে সহজ ও সুন্দর করতে পারি। আমরা যে যা-ই করি না কেন; আল্লাহ তায়ালার কাছে সবাইকে জবাব দিতে হবে, আর সেদিন আমাদের কৃতকর্মের জন্য যেন আফসুস না করতে হয়।
ইফতার মাহফিলে বৃহত্তর ঢাকার বিশিষ্ট্য ব্যক্তিবর্গ ও ইতালী আওয়ামী লীগ, ইতালী বিএনপি সহ বিভিন্ন আঞ্চলিক, সামাজিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সংগঠনের সহ সভাপতি শরিফ পাইক, সহ সাধারণ সম্পাদক ফেরদৌস ভূইয়া, সাংগঠনিক সম্পাদক ইউনূস মিঝি, সহ সাংগঠনিক সম্পাদক নাসির হোসেন, তানভীর ভূইয়া, প্রচার সম্পাদক এম.ডি শামীম, ধর্ম বিষয়ক সম্পাদক জামিল হোসেন, সম্মানীত সদস্য জুয়েল আহম্মেদ জুয়েল, শাহরিয়ার জালাল হাওলাদার সহ অনেকেই।
সংক্ষিপ্ত আলোচনা শেষে মসজিদের ইমাম, সকল প্রবাসী সহ বিশ্ব মানবতার কল্যানে বিশেষ দোয়া প্রার্থনা করেন। পরে নির্দিষ্ট সময়ে সকলেই ইফতারে অংশগ্রহণ করেন।