জাকির হোসেন সুমন : প্রতিহিংসার বিচারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএবপি র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইতালীর ভেনিস এর মারঘেরায় আলোচনা ও প্রতিবাদ সভার আয়োজন করে ভেনিস বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠন । ভেনিস বিএনপি র সভাপতি আবদেল আজিজ সেলিম এর সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন ভেনিস বিএনপি র সাধারন সম্পাদক শমসের আকবর পলাশ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শামীম দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাহাঙ্গীর আলম, রফিকুজ্জামান ঠাকুর। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হোসেন আলী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আনোয়ার ভূইয়া রুমি, ফারুক শেখ, এরফান মাষ্টার, কবির আহাম্মেদ, হালিম আলম, শফিকুল ইসলাম, ইব্রাহীম সরদার।, সোহেল ঠাকুর, দিদারুল আলম, ফারুক আহাম্মেদ প্রমুখ।