মোঃ দ্বীন ইসলাম খাঁন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জানা গেছে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ (বিশ) বোতল ফেন্সিডিলসহ ০১ (এক) জন (মহিলা) মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন এর নির্দেশনায় সদর থানার এএসআই মোঃ গোলাম সরওয়ার সঙ্গীয় অফিসার এসঅাই/ ইব্রহিম আকন্দ ফোর্সসহ ১৪/০৫/২০১৮ইং তারিখ দিবাগত রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সুমেনা বেগম (৩০), স্বামী/স্ত্রী- মৃত কাজল মিয়া স্থায়ী : (ইউপি- গোরাকান্দা) , উপজেলা/থানা- কুলিয়ার চর, কিশোরগঞ্জকে ২০ (বিশ) বোতল ফেন্সিডিলসহ অত্র থানাধীন উড়শিউড়াস্থ জেলাখানার উত্তর পার্শ্বে কুমিল্লা সিলেট মহাসড়কের পূর্ব পার্শ্বে ফুলবাড়িয়া যাওয়ার রাস্তার প্রবেশ মুখে পাকা রাস্তার উপর হইতে, উরশিউড়া থেকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অত্র থানায় মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।