ইতালির ভেনিসে ঢাকার ছয় জেলার সমন্বয়ে গঠিত বৃহত্তর ঢাকা এসোসিয়েশন ভেনিস এর ইফতার ও দোয়া মাহফিল শনিবার স্থানীয় একটি হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এসোসিয়েশনের সভাপতি নূর আলী পাঠান জিল্লু এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এর পরিচালনায় আলোচনা সভায় সংগঠনের সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মজিবুর রহমান সরকার।
ইফতার মাহফিলে শুভেচ্ছা জানান উপদেষ্টা মনির হোসেন,কালাম হোসেন,সহ সভাপতি জাওর মোরল,রবিন আহমেদ,বোরহান উদ্দিন যুগ্ন সাধারন সম্পাদক মাসুম পারভেজ, যুগ্ন সাধারন সম্পাদক মীর মোসতাক,সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন,প্রচার সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ,মহিউদ্দিন খান।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কামরুল সরওয়ার-সভাপতি ভেনিস বাংলা স্কুল,রফিক সৈয়াল-সাবেক সভাপতি ভেনিস ওয়েলফেয়ার এসোসিয়েশন, মাহাবুবুর রহমান চঞ্চল-সভাপতি ভৈরব পরিষদ,কাজি আব্দুল মান্নান-প্রধান উপদেষ্টা ভৈরব পরিষদ,এরফান সোহেল-সভাপতি ভেনিস যুবলীগ। সাংগঠনিক।হাসান,রুহুল আমিন, মামুন,মানিক,
রোকন মিয়া,তরিকুল ইসলাম,মাহাবুবুর রহমান চঞ্চল -সভাপতি ভৈরব পরিষদ,আব্দুল বারি সমাজ সেবক ও নিউ ওয়ার্ল্ড সার্ভিস এর পোরম্যান,সাংবাদিক আসলামউজজামান মোহামমদ।
আলোচনা শেষে রমজানের উপর তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং সকল রোজাদার সহ বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে মোনাজাত করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা হাবিবুল ইসলাম।
Subscribe
Login
0 Comments
Oldest