দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ও Humaun Right Situation in Bangladesh শীর্ষক সেমিনার গত ২৮শে নভেম্বর ২০১৮ সুইডেন এ অনুষ্ঠিত হয়েছে।
সুইডেন বিএনপি আয়োজিত বাংলাদেশের সরকার কর্তৃক গুম খুন নারীধর্ষন ষড়যন্ত্র মুলক ভাবে মিথ্যা মামলা হামলা কারাগারে বন্দি ও আওয়ামী সরকার আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার গোপন কুটকৌশল নিয়ে স্টকহোমের পার্লামেন্টের ভিআইপি লাউন্জে মেয়র মন্ত্রী এমপি ও এ্যামন্যাস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থার প্রধানের সাথে এ সেমিনাংঙর অনুষ্ঠিত হয়।
সেমিনার এর নেতৃত্বে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমান, ইউরোপ বিএনপির সিনিয়র নেতা সুইডেন বিএনপির প্রধানউপদেষ্টা জনাব মহিউদ্দিন আহমেদ জিন্টু, সুইডেন বিএনপির সভাপতি জনাব কচি আহমেদ, সাধারন সম্পাদক জনাব মোহন, সহ-সভাপতি জনাব এমরান হোসেন, সুইডেনযুবদলের সভাপতি জনাব মো:লিংকন।
ইতালি বিএনপির সাধারণ সম্পাদক জনাব ঢালী নাসির উদ্দিন, ডেনমার্ক বিএনপির সভাপতি জনাব গাজী মনির, ফিনল্যান্ড বিএনপির সভাপতি জনাব কামরুল হাসান জনি, সাধারণ সম্পাদক জনাব আশরাফুল আলম, জার্মানি বিএনপির সভাপতি জনাব আকুল মিয়া, সাধারণ সম্পাদক জনাব আব্দুল গনি সরকার,বার্লিন মহানগর বিএনপির সভাপতি জনাব সিকদার জসিম উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক জনাব মোস্তাক খাঁন,অস্টিয়া বিএনপির জনাব নেয়ামুল বশির, ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব এম এ তাহের, ফ্লোরিডা বিএনপির সভাপতি জনাব এ এইচ আলমগীর হোসেন,সহ সুইডেন ও ইউরোপ বিএনপির স্থানীয় অনেক নেতা কর্মি।
আলোচনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহনের মাধ্যমে দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে সহযোগিতা কামনা করেন।
এসময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের সরকার কর্তৃক খালেদা জিয়া ও তারেক রহমানকে অবৈধ্য ভাবে সাজা দেয়া হয়েছে, যা অবশ্যই দেশের গনতন্ত্র ও মানবাধিকারকে আঘাত করেছে। এছাড়াও বর্তমান সরকার বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, শ্রমিক নেতা আমিনুল ইসলাম যাহাদের গুম খুন ও ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রেখেছেন যা সুইডেন পার্লামেন্ট, ইউরোপ পার্লামেন্ট, এ্যামন্যাস্টি ইন্টারন্যাশনাল সহ সকল মানবাধিকার সংস্থার প্রতিনিধিগন অবহিত করা আছে।
সেমিনারে দেশের একাদশ জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহন যোগ্য করতে বিএনপি নেতৃবৃন্দ সহযোগিতা কামনা করেন।
এসময় আন্তজার্তিক মানবাধিকারের পক্ষ থেকে বাংলাদেশের সরকারকে কঠোর চাপ প্রয়োগ করবেন, এমন আশ্বাস প্রদান করেন। তারা আরো জানান যে কিছুদিন আগে ইউরোপ পার্লামেন্টের নাম ব্যবহার করে পর্তুগালের এক এমপি সহ প্রেস ব্রিফিং করেছেন সেটা সম্পুর্ণ তাহাদের ব্যক্তিগত মতামত।এই বিষয়ে আমরা সহ ইউরোপ পার্লামেন্ট অবগত নই।