ফেনী জেলা ফ্রেন্ডস সোসাইটি ইতালির বার্ষিক বনভোজন অত্যন্ত আনন্দমুখর পরিবেশে লাগো দি পাওলা সাবাউদিয়াতে অনুষ্ঠিত হয়।
ইতালি আওয়ামিলীগের সহসভাপতি ও ফেনীর কৃতি সন্তান মাঈন উদ্দিন লিটন হাজারী এতে সভাপতিত্ব করেন। পরিচালনা করেন ইতালি প্রবাসী ব্যবসায়ী ও ফেনীর কৃতি সন্তান শিমুল চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফেনীর কৃতি সন্তান একে আজাদ, জাহাঙ্গীর আলম, জিয়া উদ্দিন,নাজিম উদ্দিন চৌধুরী, আবু সাঈদ কাবলু, ওমর ফারুক শিমুল, মহিউদ্দিন দাউদ, সাইফুল ইসলাম রানা,শেখ ফরিদ, বেলাল হোসেন সবুজ প্রমুখ।
এতে প্রধান অতিথিদ্বয় হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির মহাসচিব ঢালী নাছির উদ্দিন ও বাংলাদেশ সমিতির সেক্রেটারি জহির আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক সভাপতি আবুল কালাম, ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব আবু নাছের মুহাম্মদ মুজাহিদ, ইতালি বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান হীরা, ইতালি যুবদলের সেক্রেটারি ওমর ফারুক, ফেনীর কৃতি সন্তান মোর্শেদ আলম, আওরঙ্গজেব রিপন, আবু জাফর প্রমুখ।
বনভোজনে শিশুদের ও মহিলাদের আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরুষদের হাঁড়ি ভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়। সবশেষে রেপেল ড্র অনুষ্ঠিত হয়। বৃহত্তর নোয়াখালি বাংকার সমিতি ১টি ৩২ ইঞ্চি এলইডি টিভি , শাহরাস্তি ট্রাভেলস ১টি ৩২ ইঞ্চি এলইডি টিভি,হেদায়েত আলম তারা ভাই ১টি ৩২ ইঞ্চি এলইডি টিভি, ফাস্ট সিকিউরিটি ইসলামী একচেঞ্জ ১ এন্ড্রয়েড মোবাইল,বৃহত্তর চট্রগ্রাম সমিতির সভাপতি আবু তৈয়ব ভাই , সেক্রেটারি সুরমা আলিমেন্টারির রিকন ভাই ১ টি এন্ড্রয়েড মোবাইল,নোয়াখালি সমিতির সভাপতি নুরুল আবছার ভাই ১ টি এন্ড্রয়েড ট্যাব, নাইমা কন্সট্রাকশানের জাফর ভাই ১ টি মাইক্রোওভেন,ইতালি প্রবাসী ব্যবসায়ী নুরুজ্জামান বুলবুল,লায়লা ফ্যাশন, সুলতানা ফ্যাশন, কে এস মিনি মার্কেটের মাহফুজ ভাই এবং কাওছার ভাই, সুজন ভাই বিভিন্ন গিফট সামগ্রী প্রদান করেন। অনুষ্ঠানে সর্বমোট ১৬৫ টি আকর্ষণীয় পুরস্কার প্রদানের মাধ্যমে জমজমাট এ আয়োজন শেষ হয়।