ইতালির পালেরমোতে আগামী রবিবার আওয়ামী লীগের একটি গ্রূপের অনুষ্ঠানকে কেন্দ্র করে পালেরমোতে দলীয় নেতাকর্মীদের মধ্য উত্তেজনা বিরাজ করছে।
জানা যায় আগামী রবিবার ১১ নভেম্বর পালেরমো আওয়ামী লীগের একটি গ্রুপের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে পালেরমো শহরে চরম উত্তেজনা বিরাজ করছে।
কাউন্সিলের মধ্য দিয়ে নির্বাচিত কমিটি র সাধারণ সম্পাদক এজাজ আল মাসুম জানান,
দীর্ঘদিন ধরে পালেরমো আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে চরম কোন্দল চলে আসছে, যা এরি মধ্যেই ইতালীয়ান প্রশাসন পর্যন্ত হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে একাধিকবার। এদের একটি হচ্ছে পালেরমোতে কাউন্সিলের মধ্য দিয়ে নির্বাচিত কমিটি আর অন্যটি হচ্ছে ইতালী আওয়ামী লীগ থেকে পাঠানো একটি অনুমোদিত কমিটি যেটি কাউন্সিলের মধ্য দিয়ে নির্বাচিত পালেরমো আওয়ামী লীগের কমিটি প্রত্যাখান করেছে এবং এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।
ইতালী আওয়ামী লীগের পাঠানো অনুমোদিত কমিটির সহ সভাপতি তিন যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, মহিলা সম্পাদক সহ অনেকেই রোম থেকে পাঠানো ঐ কমিটিতে নিজেদের নাম দেখে বিবৃতি দিয়ে প্রতিবাদ করেছেন এবং বলেছেন তারা কাউন্সিলের মধ্য দিয়ে নির্বাচিত পালেরমো আওয়ামী লীগের পক্ষে তাদের অবস্থান। তারা রোম থেকে পাঠানো কমিটিকে গঠনতন্ত্র বিরোধী বলে আখ্যায়িত করে প্রত্যাখানও করেছেন।
এমতাবস্হায় ইতালী আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের পালেরমো আগমণ কে কেন্দ্র করে পালেরমো শহরে যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে বলে সচেতন মহলের ধারণা।অতীতে পালেরমো’র বাঙ্গালী কমিউনিটিতে যে মারাত্মক হানাহানি ও জেল, নির্যাতনের অভিজ্ঞতা পালেরমো’র কমিউনিটিতে সেকারণেই সচেতন মহল এই অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করছেন।
স্থানীয় নেতাকর্মীরা দলীয় কার্যক্রমে সঠিক ভাবে হস্তক্ষেপ কামনা করেন ইতালি আওয়ামীলীগের নেতৃবৃন্দদের কাছে।