ঢাকার ধামরাই পৌর শহরের বরাতনগর এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যায়ে নবনির্মিত একটি রাস্তা ও ড্রেনের শুভ উদ্ধোধন হয়েছে। আজ বৃহস্পতিবার (০৮নভেম্বর) বেলা ৫ ঘটিকার সময় ধামরাই পৌরসভার বরাতনগর এলাকার নবনির্মিত একটি রাস্তার শুভ উদ্ধোধন করা হয়। রাস্তাটি উত্তর হজুরিটোলা হইতে বরাতনগর নতুন মসজিদ পর্যন্ত পাচশত মিটার ।
ধামরাই পৌর আওয়ামীলীগের ৩নং ওর্য়াডের সভাপতি মীর লায়েক আলী ঝন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে নবনির্মিত রাস্তার শুভ উদ্ধোধন করেন ধামরাই পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ মসিউর রহমান জানু, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, বরাতনগর সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সামছুজ্জামান, সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ মাসুদ রানা, পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ আলী খান।