রাজিউল হাসান পলাশ : ঢাকা জেলার ধামরাই থানা প্রশাসনের আয়োজনে ফ্যামিলি ডে-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ জানুয়ারি শুক্রবার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে অবস্থিত আলাদীনস পার্কে – ধামরাই, আশুলিয়া ও সাভার থানার সকল পুলিশ সদস্য ও তাদের পরিবারবর্গের অংশগ্রহণে অনুষ্ঠানটি পূর্ণতা পায়।
ফ্যামিলী ডে-২০১৯ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ, পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন আয়োজনে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানটি, পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শাহ মিজান শাফিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার, জনাব শরিফুল ইসলাম (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাঈদুর রহমান (অপরাধ উত্তর), অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ নাছিম মিয়া (সদর), ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক, ডিবি উত্তর এর ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম আবু সাইয়্যীদ সহ ঢাকা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।