ঢাকার পার্শ্ববর্তী ধামরাইয়ে শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রেখে আসছে ঐতিহ্যবাহী টিউটোরিয়াল হোম। প্রতিবছরের মত নতুন শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত নিশ্চিত করনে বিদ্যালয়ে কার্যক্রম শুরু হয়েছে।
উৎসবমুখর পরিবেশে ধামরাই টিউটোরিয়াল হোমে প্লে গ্রুপে নতুনদের বরণ করা হয়েছে ‘নবীন বরণ ২০১৯’ অনুষ্ঠানের মধ্য দিয়ে।
এসময় নতুনের আগমনে শিশুরা নৃত্য ও সংগীত পরিবেশন উপভোগ করে শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা। এছাড়াও ধামরাই টিউটোরিয়াল হোমের শিক্ষক মন্ডলী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাকরা নবীন বরণে উপস্থিত ছিলেন।
নতুনদের স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা জানান, এই শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থীসহ সকল শিশুদের মানসম্মত শিক্ষা প্রদান আমাদের দায়িত্ব ও কর্তব্য।
ধামরাই টিউটোরিয়াল হোম সর্বদা গুরুত্ব দিয়ে শিশুকে মানসম্মত শিক্ষাদান, শ্রেনীকক্ষে আধুনিক উপকরণ ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষাদান, শিশুদের শারীরিক ও নান্দনিক বিকাশে যাবতীয় বিষয়ে দক্ষতার পরিচয় রেখে প্রাথমিক শিক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।