রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে জয়পুরায় পাল সিএনজি সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের রাস্তার উত্তর পাশে হাত-পা বাধাঁ অবস্থায় আবুল বাশার (৪৫) নামে একটি মৃতদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। আজ শুক্রবার (২১সিডেম্বর) সকাল ১১ টায় যুবকের লাশটি উদ্ধার করা হয়।
পাল সিএনজির একজন কর্মী বলেন, সকাল বেলা মানুষ যাতায়াতের সময় রাস্তার পাশে হাত-পা বাধাঁ লাশটি দেখে ধামরাই থানায় বিষয়টি জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
মৃতদেহ উদ্ধারের ঘটনায় ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, অজ্ঞাত এক যুবকের লাশ ঢাকা-আরিচা মহাসড়কের রাস্তার উত্তর পাশে পরে থাকতে দেখে লোকজন থানায় খবর দিলে আমিসহ আমার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাধাঁ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।
লাশটি সুরতহাল করার সময় মৃতদেহের পড়নে থাকা জ্যাকেটের বামপাশের পকেট থেকে আবুল বাশার নামে একটি পরিচয় পত্র পাওয়া যায়, পরিচয় পত্রটি আকিজ টোব্যাকো লিঃ টঙ্গী, গাজীপুরের। ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।