রাজিউল হাসান পলাশ : ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা: এনামুর রহমান আর ঢাকা-২০ ধামরাই আসনে মনোনয়ন পেলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীদের হাতে চুড়ান্ত মনোনয়নের চিঠি তুলে দেওয়া হয়। এসময় ঢাকা-১৯ ও ঢাকা-২০ আসনের মনোনয়নের চিঠি তুলে দেওয়া হয় যথাক্রমে অধ্যাপক ডা: এনামুর রহমান ও আলহাজ্ব বেনজীর আহমদের হাতে।
এখবর পাওয়ার সাথে সাথেই সাভার ও ধামরাইয়ে নৌকার প্রচারণার ঝড় তোলে অওয়ামীলীগ নেতাকর্মীরা। ধামরাই বাজার ও সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে বের করা হয় আনন্দ মিছিল।