ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ
সারাদেশে বিএনপি ডাকা ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধের শেষ দিনে ঢাকার ধামরাইয়ে কর্মসূচিতে দেখা যায়নি বিএনপি নেতাকর্মীদের। তবে ধামরাই উপজেলার কচমস এলাকায় অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করেছে ধামরাই উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (৬ নভেম্বর) বিকেল ৪টা থেকে মোটর সাইকেল মহড়া শেষ করে ৫টায় শান্তি সমাবেশ করে ধামরাই উপজেলা আওয়ামী লীগ।
“শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই” “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” হৈ হৈ রৈ রৈ বিএনপি গেলি কই? স্লোগান দিয়ে ঢাকা আরিচা মহাসড়কসহ ধামরাই উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ মিছিল করে নেতাকর্মীরা।

ধামরাই উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আল জামান (সিআইপি) এর সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, পৌর যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম, ঢাকা জেলা পরিষদের সদস্য সানোয়ার হক, ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জাকারিয়া দিপু, ধামরাই কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিব খান প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন বলেন, ধামরাইয়ে বিএনপি নৈরাজ্য তৈরি করার চেষ্টা করে পার পাবে না। তাদের প্রতিহত করে আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে রয়েছেন। বিএনপি নেতাকর্মীরা ধামরাই ছেড়ে পালিয়েছেন। তারা ধামরাইয়ের মাটিতে পা রাখতে পারেনি। আগামী দিনেও বিএনপির দেওয়া অবৈধ কর্মসূচীর বিরুদ্ধে মোকাবেলা করতে আওয়ামী লীগের নেতারা সোচ্চার রয়েছে। যেখানে অন্যায় সেখানেই প্রতিহত করা হবে।