ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বাড়ীগাঁও গ্রামে একজন বিধবার ভিটে বাড়ি জোড় দখলের চেষ্টা করছে একটি কুচক্রী মহল। বাড়িগাঁও গ্রামের মৃত সম্ভুমন্ডলের স্ত্রীর ১৮ শতাংশের বাড়িটি জীবন চৌকিদার ভুয়া দলিল তৈরী করে প্রভাবশালী রবি সরকারের নিকট বিক্রি করেছে এমন গুজব উঠেছে।
ভিটেমাটি দখলের চেষ্টার পাশাপাশি বিধবার পরিবারকে গুম, হত্যা ও দেশ থেকে বিতাড়িত করার হুমকিও দেয়া হচ্ছে। এতে ঐ পরিবারটি আতঙ্কে দিনাতিপাত করছে। এলাকাবাসী জানায় ভূমি দখলকারীরা বিধবার সাহায্যকারীর নামে মামলা দিয়েছে এবং দলবল নিয়ে বাড়ি দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় বিধবা ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন,জিডি নং ধামরাই ৬৮৩/২৪/৮/১৮ ইং।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন অকিল সরকার,শুশিল,দেবেশ সরকার, পরিমল, জীবন চৌকিদার, নারায়ন ও রবি সরকার বিধবার বসতঘর দখলের চেষ্টা করে। স্বামী ও শাশুড়ি মারা যাওয়ার পর তিনি একা হয়ে যান সন্তান না থাকায় তার বড় ভাইয়ের কাছে চলে যায়। স্বামীর রেখে যাওয়া ভিটাবাড়ী বিক্রি না করে স্বামীর শেষ স্মৃতি আকড়ে আছেন তিনি,এ সুযোগে বিধবাকে একা পেয়ে তার ভিটাবাড়ী দখলের চেষ্টা ও হত্যার হুমকি দিচ্ছে ওই মহলটি। বিধবা বাতাসি মন্ডল বলেন আমি ও আমার ভাই ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।