মনির মোল্যা :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে নির্বাচনী জনসভা করেন তার কনিষ্টপুত্র ও রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।
ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রবিবার বিকাল সন্ধা ৭টায় উপজেলার আটঘর ইউনিয়নের আটঘর উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ইউনিয়নবাসীর উদ্দেশে লাবু চৌধুরী বলেন, সৈয়দা সাজেদা চৌধুরী এমপি পীর আউলিয়ার সন্তান। তিনি জীবনেও কখনও বেঈমানী করেননি। জনগন সকল ক্ষমতার মালিক। আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। আজ দেশ মধ্যে আয়ের দেশে পরিণত হয়েছে। শেখ হাসিনা সরকার আবার ক্ষমতায় আসলে দেশ বিশ্বের দরবারে উন্নত দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে। দেশ ও মানুষের কল্যাণে আগামী ৩০ ডিসেম্বারের সংসদ নির্বাচনে সৈয়দা সাজেদা চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।
আওয়ামী লীগ নেতা জলিল মাতুব্বারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হারুন-অর রশীদ, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, কেন্দ্রীয় আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর যুগ্ম- সাধারণ সম্পাদক সেলিম মোল্যা, আসাফো নেতা শাহজাহান মোল্যা, সাবেক ইউপি সদস্য ইচাহাক মাতুব্বার, স্থানীয় আওয়ামী নেতা মাওলানা শাহজাহান, ইউপি সদস্য সেলিম খান, উপজেলা যুবলীগ নেতা সোহেল মাহমুদ প্রমূখ।