রাজিউল হাসান পলাশ : ঢাকা – ২০ ধামরাই সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আগাম গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন বিএনপির আলহাজ্ব তমিজ উদ্দিন। আজ ৩০ নভেম্বর (শুক্রবার) ধামরাই কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মা নামাজ আদায়ের পর বিএনপির সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন নেতা কর্মীদের নিয়ে পৌর এলাকার ধামরাই বাজারে সকলের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এর পর নেতা কর্মীদের নিয়ে দলীয় পার্টি অফিসে মতবিনিময় করেন। এ সময় দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন তমিজ উদ্দিন, বক্তব্যে তিনি বলেন অশান্তি চাই না, আমরা শান্তিপূর্ণ ভাবে নির্বাচনে অংশ গ্রহণ করব। আমি মনে করি আমার দলের প্রধান নেতারা আমাকে ডিসেম্বরের ৯ তারিখে চূড়ান্ত মনোনয়ন দিয়ে ধামরাইয়ের উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন। এসময় উপস্থিত ছিলেন ধামরাই পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব দেওয়ান নাজিমুদ্দিন (মঞ্জু), ধামরাই থানা সেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক মোঃআতিকুজ্জামান , মান্নান ফিরোজ, রোমান প্রমূখ।