“নিরাপদ সড়ক চাই” আন্দোলনে ছাত্রদের উপর অমানবিক নির্যাতনের বিচার ও ছাত্রদের নিশ্চিত উজ্জ্বল ভবিষ্যত গঠনের দাবীতে ‘জাস্টিস ফর স্টুডেন্টস’ শিরোনামে মানব বন্ধন করেছে, রোমের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ইতালীর রাজধানী রোমের প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ভেনিজিয়ায় এ মানব বন্ধনে প্রতিবাদকারী ছাত্ররা বলেন, নিরাপদ সড়ক শুধু ছাত্রদের দাবী নয়, বরং সারা বাংলাদেশের চাওয়া। প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ আনতে প্রধানমন্ত্রীর মেনে নেয়ার সকল শর্তগুলি দ্রুত বাস্তাবায়ন করার অনুরোধ করেন। ছাত্ররা জাতির বিবেককে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া রাস্তার সকল অনিয়মকে প্রশ্রয় না দিয়ে নিরাপদ জীবনের প্রত্যাশা করেন আন্দোলনে ছাত্রদের উপর যে সকল সন্ত্রাসী হামলা করেছে, তাদের বিচার এবং তার তীব্র নিন্দা জানানো হয় মানব বন্ধন থেকে।
ছাত্রদের নিরাপত্তা এবং নিরাপদ দেশ গড়তে সরকার এবং দেশবাসীর প্রতি প্রতিবাদকারীরা আহ্বান করেন। তারা মনে করেন, দেশ আমাদের সকলের; আগামীর প্রজন্মই দেশকে এগিয়ে নিয়ে যাবে।