নৌ কর্মকর্তাকে জিম্মি করে দুই লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে ধামরাইয়ের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আরোজা ও সাংবাদিক রাজীবকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন র্যাব।
গতকাল সোমবার বিকেলে নৌবাহিনীর অফিসারকে জিম্মি করে দুই লাখ মুক্তিপণ আদায় করার সময় সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে র্যাব।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানায়, রাজীব একটা চিটার, দীর্ঘদিন ধরে রাজীব মাদক ও নারী ব্যবসা চালিয়ে যাচ্ছে। সে সাংবাদিকতার অড়ালে চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত।
এ ঘটনায় আজ মঙ্গলবার আশুলিয়া থানায় র্যাব বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে একদিনের রিমান্ড শেষে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানান আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু।