বকুল খান স্পেন থেকে: গ্রেটার ঢাকা এসোসিয়েশন ইন স্পেনের ২০১৮-20 দুই বছর মেয়াদী নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
গোলাম মোস্তফা জাহাঙ্গীর কে সভাপতি, ইনসাফ সুমন ভূঁইয়া কে সাধারণ সম্পাদক, আবুল হুসেনকে সিনিয়র সহ সভাপতি, নূর মোহাম্মদ রিপন সাংগঠনিক সম্পাদক, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ কে যুগ্ম সম্পাদক এবং রবিন খান কে সহ সাংগঠনিক হিসেবে নাম ঘোষনা করে আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেয়া হয়।
মাদ্রিদের মহারাজ রেস্টুরেন্টে গত ১২ নভেম্বর সন্ধায় বিপুল সংখক ঢাকা বাসীর উপস্তিতে এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান আহ্বায়ক মানজার হুসেন কবির।
সাইফুল আলম আলমাস ও রাসেল দেওয়ানের পরিচালনায় বক্তব্য রাখেন বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মাহবুব আলম ঝন্টু, শাহ জাহান মিয়া, দেলোয়ার হুসেন .ইসলাম শেখ, সুমন নূর, রানা আবেদীন, শরীফ খন্দকার, মামুন মিয়া, শওকত হুসেন, পনির হাওলাদার, রমজান মোল্লা।
গ্রেটার ঢাকার ৬ টি জেলা নিয়ে গঠিত নব গঠিত এসোসিয়েশন কে আগামী দিনে আরো শক্তিশালী ও উদ্যম নিয়ে কাজ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
পরে নব নির্বাচিত কমিটিকে ফুল দিয়ে অভিনন্দন জানান বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতি সভাপতি মাহবুবুর রহম ঝন্টু ও সম্পাদক রাসেল দেওয়ান, সাবেক সভাপতি আল মামুন, গ্রেটার সিলেট এসোসিয়েশনের পক্ষে সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, যুগ্ম সম্পাদক আবু জাফর রাসেল ও সাবেক সম্পাদক সিপার আহমেদ।
রংপুর জেলা বাসীর পক্ষে আবু বক্কর, জাকিরুল ইসলাম, জাকি, হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের পক্ষে সভাপতি মিজান আলী হুসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজান চৌধুরী, বাহ্মণবাড়িয়া বাড়িয়ে বাসীর পক্ষে ফকরুল হাসান ও মামুন মিয়া প্রমুখ।
সভাপতি গোলাম মোস্তফা জাহাঙ্গীর বলেন গ্রেটার ঢাকা এসোসিয়েশন আগামীতে মাদ্রিদ কমিউনিটির অন্যায় এবং অংসংগতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবে। সাধারণ সম্পাদক ইনসাফ সুমন ভূঁইয়া বলেন সত্যিকার অর্থে প্রবাসীদের কল্যানে এই সংগঠনের প্রতিটি কার্যক্রম পরিচালিত হবে, এটাই আমাৰ বিশ্বাস। আমি দায়িত্ব পালন ব্যর্থ হলে অবশই অন্য কে সুযোগ করে দিবো। শুধু পদের জন্য আমরা কাউকে এখানে বসাবো না ।
সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ রিপন বলেন দীর্ঘ দিনের কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়নে আমরা সকলের সহযোগিতা এবং মর্যাদা প্রদানে কখনো কৃপণতা করবো না ।