বকুল খান স্পেন থেকে: স্পেনের মাদ্রিদে গত শনিবার ১৭ নভেম্বর বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদে অমুসলিমদের জন্য ওপেন ডে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত এই ওপেন ডে’তে মসজিদ প্রাঙ্গণ ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য উম্মুক্ত করে দেয়া হয়। মসজিদে আগত অতিথিদেরকে এ সময় মসজিদ কমিটি ও বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এ সময় আগত দর্শনার্থী ও ভিন্ন ধর্মাবলম্বী অতিথিদের বিবিন্ন প্রশ্নের জবাব দেন মুসলিম কমিউনিটি মাদ্রিদ এম,এ, ত্রেন্তা মসজিদের ইসলামিক কালচার সেকশনের ডিরেকটর, বিশিষ্ট মুসলিম স্কলার ডঃ সামী আল মুসতাওয়ী। মুলত পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে মুসলিম সম্প্রদায় ও তাদের প্রার্থনাগৃহ সমুহ সম্পর্কে অমুসলিমদের ভ্রান্ত ধারনা অপনোদনের লক্ষ্যে ইউরোপের দেশে দেশে এই প্রক্রিয়া অনুসরন করা হচ্ছে বলে জানান মসজিদ কমিটির কর্মকর্তা বৃন্দ।
দর্শনার্থীদের মধ্যে ছিলেন, স্পেনিশ মুল্ধারার মানবাধিকার কর্মী,এন জি ও কর্মী, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা ।
অভ্যাগত দর্শনার্থীদের করা প্রশ্নোত্তর পর্বও ভিডিও প্রদর্শনী শেষে মসজিদ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি খোরশেদ আলম মজুমদার।
এ সময় খতীব হাসান বিন মোহাম্মদুল্লা, নূর হোসেন পাটওয়ারী, আল মামুন, কাজি এনায়েতুল করিম তারেক, সোহেল ভুইয়া ,আল আমিন, লুতফুর রহমান, কারুজ্জামান সুন্দ্র, ফজলে এলাহী, হারুন আল রাশিদ, নুরুল আলম, বকুল খান সহ কমিউনিটি নেতৃবৃন্দ। মসজিদ কমিটির পক্ষ থেকে অভ্যাগত মহিলা দর্শনার্থীদের ওড়না জড়িয়ে বরন করা হয় এবং অনুষ্ঠান শেষে খেজুর, জুস, সিঙারা সমুচা ও মুখরোচক খাবার দ্বারা আপ্যায়ন করা হয়