আখাউড়া প্রতিনিধি : বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এগিয়ে গিয়ে ব্যাপক প্রসংশা কুড়ালো আখাউড়ার প্রথমসারীর এই সংগঠণ, যদি কাউকে জিজ্ঞাসা করা হয় বাস্তব জীবনে হিরো কারা, উত্তরে আসবে প্রবাসীরা আর এই প্রবাসীরাই হলো দেশের সূর্য্য সন্তান, তাদের ইচ্ছা সমাজের অসহায়, দুস্থ সহায় সম্বলহীন ছিন্নমূল মানুষের পাশে দাড়ানো তেমনি এক মহতী কাজে যোগ দিলেন আখাউড়ারর প্রবাসী সূর্য সন্তান, মানবতার ফেরিওয়ালা খ্যাত আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ!
আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর দক্ষিণ পাড়া (কলোনীর) নিঃসন্তান রিক্সাচালক দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত শহীদ মিয়ার সু-চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদাণ করলো আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ নামক একটি মানব সেবা মূলক সামাজিক সংগঠন, জানা গেছে এই সংগঠণের সভাপতি হীরাপুর জমাদ্দার বাড়ীর অহিদ মিয়ার পুত্র, ব্রাজিল প্রবাসী মোঃ আরিফুল ইসলাম ভূইয়া এবং সাধারণ সম্পাদক হীরাপুর মধ্যপাড়া ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ নসু ভূইয়া(মেম্বার) এর পুত্র সৌদী আরব প্রবাসী মোঃ জুয়েল (জয়) ভূইয়া।
আজ বিকেল ৪টায় শহীদ মিয়ার স্ত্রীর হাতে সংঘের পক্ষে সংঘের সহ-দপ্তর সম্পাদক মোঃ দ্বীন ইসলাম খাঁন এর নেতৃত্বে, অনুদান হস্তান্তর করেন, সেচ্ছাসেবক প্রধান জনাব সাইফুল ইসলাম মাষ্টার, সংঘের উপদেষ্টা, জনাব রুবেল আহমেদ, ইব্রাহীম ভূইয়া লিটন, মশিউর রহমান, আলী হোসেন, জাহিদ ইহসান জয়, তুহিন জমাদ্দার, প্রমূখ।
উল্লেখ্য গত কিছুদিন আগে ক্যান্সার রোগী শহীদ মিয়ার সু-চিকিৎসার জন্য Dinislam Khan নামক একটি ফেইজবুক আইডিতে সাহায্য চাওয়া হয়, সেই লিখা টি নজরে আসে সংঘের, সভাপতি ও সাধারণ সম্পাদকের পরে উক্ত পোষ্ট প্রদান কারী ব্যক্তির সাথে যোগাযোগ করে এ অনুদান হস্তান্তর করা হয়।