জাকির হোসেন সুমন : প্রবাদ আছে সেবাই ধর্ম । বিপদগ্রস্ত মানুষের পাশে দারানো মানুষের সংখ্যা এ যুগে কমে গেলে ও এখনো কিছু মানুষ আছে যারা মানুষের বিপদে পাশে এসে দাড়ায়। তেমনি একজন মানুষ ইতালীর ভেনিস প্রাবাসী মোবারক হোসেন। সম্প্রতি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার জগন্নাথপুর গ্রামের তুষার চন্দ্র বর্মন ( ১৮) সম্প্রতি সড়ক দূরঘটনায় মারাত্বক আহত হয়। সেই দূর্ঘটনার তুষারের একটি পা কেটে ফেলা হয়। সেই ঘটনা ফেসবুক এর মাধ্যমে জানতে পেরে মোবারক হোসেন নিজ উৎদ্যেগে ভেনিডে বসবাস রত বাংলাদেশীদের কাছ হতে অর্থ তুলে ও নিজে সেই দূর্ঘটনায় আহত ছেলেটির পাশে দাড়াতে আর্থীক সহায়তা প্রদান করেন। এমন মানবতার কারনে কমিউনিটির অনেকেই মোবারক হোসেন কে ধন্যবাদ জানান। মোবারক হোসেন জানান, মানুষের পাশেই তো মানুষ থাকবে। আমরা যদি নিজ নিজ জায়গা হতে সবাই বিপদগ্রস্ত দপর পাশে দাড়াই তাহলে কিছুটা হলেও তাদের উপকার হবে।
একেই বলে মানবতা










