ইসমাইল হোসেন স্বপন :ইতালীর রাজধানী রোমের তুসকোলনাস্থ মসজিদে উমর স্থানীয় ইতালীয় নাগরিক ও প্রশাসনের কর্মকর্তাদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতার পূর্ব আলোচনায় অতিথিরা প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন। তারা সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালও বক্তব্য রাখেন। তিনি বলেন, আমরা বহু বছর ধরে ইতালিতে মর্যাদার সাথে বসবাস করছি। এখানে বাংলাদেশিদের সুনাম রয়েছে। এই সূনাম ধরে রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
ইতালীয়দের উদ্দেশ্যে হাসান ইকবাল বলেন, ইসলামিক পোশাক- পবিত্র দাড়ি,টুপি আর লম্বা পাঞ্জাবী দেখে ভেবে নেয়া উচিত নয় যে, তাঁরা বিন লাদেনের বংশধর।ইফতার মাহফিলে উপস্থিত হওয়ায় তিনি ইতালীয় নাগরিক ও প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
পরে সকলকে বিশেষ খাবার অর্থাৎ বাংলাদেশী ও ইতালিয়ান খাবারে আপ্যায়ন করা হয়। এই ইফতার মাহফিলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আব্দুর রহিম,বুলবুল আহমেদ,চান মিয়া,রাজু আহমেদ,মজিব মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।