উদাহরণ সৃষ্টির মধ্য দিয়ে ইতালিতে প্রথম বারের মত সুসংগঠিত করা হচ্ছে রোম মহানগর বিএনপি মহিলা দল। এ উপলক্ষে রোম মহানগর বিএনপি’র আয়োজনে নারী নেতৃবৃন্দের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন। কর্মী সভার সার্বিক সহযোগিতায় ছিলেন রোম মহানগর বিএনপির মহিলা নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দৃষ্টান্ত স্থাপন করে দীর্ঘ প্রায় দেড় যুগ পর জাতীয়তাবাদী আদর্শের নারী নেতৃত্ব আসতে যাচ্ছে। ইতালি বিএনপি ও নতুন নারী নেতৃত্বাধীন রোম মহানগর বিএনপি মহিলা দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা জানান নেতৃবৃন্দ।
নারী নেতৃবৃন্দের মধ্যে ফাতেমা তুজ জোহরা ঈশিতা, সালমার রহমান, পপি বেগম সহ অসংখ্য নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের, ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি, সাধারণ সম্পাদক ওমর ফারুক, রোম মহানগর বিএনপির সহ সভাপতি মোঃ বিল্লাল হোসেন এবং জাতীয়তাবাদী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ইতালি তথা ইউরোপে জাতীয়তাবাদী নারী নেতৃত্বের অভাব পূরণ হতে যাচ্ছে। এছাড়াও আরো বলেন বিএনপি’র জনপ্রিয়তা দেখে দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্র চলছে আর সবকিছু মোকাবেলা করে ২০২৫ সালের মধ্যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান তারা।
সবশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।