আবু তালিব মিঠু, (নাপলী প্রতিনিধি) : ইটালির নাপোলি প্রভিন্সিয়ার পালমা ক্যাম্পানিয়া শহরে আজ ১৯ সেপ্টেম্বর সকাল ৬.৩০ ঘটিকায় স্থানীয় (cimitero) কবরস্থানের নিকট এক বাংলাদেশী ভাই আক্রমণের শিকার হন।
জানা যায় ভদ্রলোকের নাম চুন্নু , গ্রামের বাড়ি শরীয়তপুর , উনাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । আক্রমণ কারীরা উনাকে প্রচন্ড মারধর করে এবং উনার সাথে থাকা নগদ চৌদ্দশো ইউরো , মোবাইল ফোন এবং ডকুমেন্ট জোর পূর্বক নিয়ে যায় .
উল্লেখ্য যে, গত কয়দিন আগেও পাশ্ববর্তীএলাকা সানজেন্নারো পার্কে এক অর্ধমৃত বাঙালিকে পাওয়া যায়, পরে উনি মারা গেছেন।
এধরনের হামলা হওয়ায় প্রবাসীরা সাবধানে চলাফেরা করছে। বাংলাদেশীদের কাছে সাথে নগদ অর্থ বেশি না রাখা, পাশাপাশি হাটার সময় মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে ভিডিও কলে কথা না বলার জন্য অনুরোধ করেছে অনেকেই।
সুএঃ ভিকটিমের সহকর্মি চুন্নু