
রাজিউল হাসান পলাশ, ধামরাই: ঢাকার ধামরাইয়ে রাতে কৃষকের ফসল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার বালিয়া ইউনিয়নের দুনিগ্রাম গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে কৃষক আবু তাহেরের জমির ধইঞ্চা কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। এমন অভিযোগ উঠেছে একই গ্রামের প্রতিপক্ষ মৃত আব্দুস সালামের ছেলে জিয়াউর রহমান গংদের বিরুদ্ধে।
শুক্রবার (২৪ অক্টোবর ) দুপুরে আবু তাহের বাদি হয়ে ৯ জনকে আসামী করে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন এস আই সুবোধ চন্দ্র।
অভিযোগ সুত্রে জানা যায়, ধামরাই থানাধীন দুনিগ্রাম মৌজার আরএস খতিয়ান ৬৩, আরএস দাগ ১৩৬ জমির পরিমান ১৪ শতাংশ, একই মৌজার আরএস খতিয়ান ৬২, আরএস দাগ ৯৬, জমির পরিমান ৩০ মোট জমির ৪৪ শতাংশ জমির মালিক আবু তাহের গং। বিভিন্ন সময়ে এই জমি অবৈধ ভাবে জবর দখল করার পায়তারা করে জিয়া ও তার পরিবারের লোকেরা। এমনকি জিয়া তার জাতীয় পরিচয় পত্রে জালিয়াতি করে বাবার নাম পরিবর্তন করেছেন। জিয়ার এন আইডি কার্ডে মায়ের নাম মোসাঃ মহরজান এবং মহরজানের এন আইডি কার্ডে স্বামীর নাম আব্দুস সালাম থাকলেও অন্যের জমি দখল করার পায়তারায় নিজের বাবার নামা আব্দুস সালাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জমির মালিকের নাম বসায়।
আবু তাহের জানান, আমাদের প্রতি বিভিন্ন সময় জুলুম করায় আমরা বিজ্ঞ আদালতে মামলা করি। আদালত জমিতে স্থিতবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। কিন্তু জিয়া সকল আদেশ অমান্য করে শুক্রবার ভোরে আমাদের রোপিত ধইঞ্চা গাছ কেটে নেয়, যার মূল্য আনুমানিক ৫০,০০০/- টাকা।
সরেজমিনে, গিয়ে দেখা যায় পুরো ক্ষেতের সকল ফসল কেটে নেওয়া হয়েছে। এ ব্যাপারে জিয়াউর রহমানের বাড়িতে গেলে কেউ কথা বলতে রাজি হয়নি। স্থানীয়রা জানায়, কাওয়ালি পাড়া ফাড়ি ঘেরাও এর মামলার আসামী জিয়া এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিতি।
ধামরাই থানার এস আই সুবোধ চন্দ্র বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
