দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ টানা চতুর্থবার ক্ষমতায় আসা নিশ্চিত করায় এবং ৫ম বারের মত শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে যাওয়ায় ইতালি আওয়ামী লীগ ও প্রবাসীরা বাংলাদেশীরা আনন্দ উল্লাসে ফেটে পড়েন। নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের মত প্রবাসেও এর উত্তাপ ছিল সর্বত্র আর তাই নৌকা বিজয়ে উচ্ছ্বাসে মেতে উঠেন ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
নির্বাচন উপলক্ষে দেশে অবস্থানরত ইতালি আওয়ামী লীগের সভাপতি মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভিডিও কনফারেন্সে বলেন বিশ্বের সেরা সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন পেয়েছে বাংলার মানুষ আর তাদের রায়েই ৫ম বারের মত প্রধানমন্ত্রী হচ্ছে যাচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা।
ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ এর নেতৃত্বে দলের শীর্ষ নেত্রবৃন্দ ও অন্যান্য নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে মিষ্টিমুখ করেন।
তারা জানান, নৌকার বিজয় মানে স্বাধীনতার স্বপক্ষের বিজয়, শেখ হাসিনার বিজয় মানে বাংলার উন্নয়ন ও সমৃদ্ধির বিজয়।
ইতালি আওয়ামী লীগের নেতারা মনে করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধু নৌকার জয়ই নয়, সারা বিশ্বে প্রিয় নেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের বিজয়।