রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের বানেশ্বর গ্রামে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দুপুরে বানেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুলিশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার ধামরাইয়ের কৃতি সন্তান শহিদুল ইসলামের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়।
বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশন এর জেলা প্রতিনিধি লোকমান হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম শীত বস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, বানেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে, কম্বল ও শীতের পোশাক দেয়া হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম বলেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি।
উল্লেখ্য, এই পুলিশ কর্মকর্তা করোনা মহামারীর শুরু থেকেই ধামরাই সহ বিভিন্ন এলাকায় অসহায়-দুস্থ মানুষের কল্যাণে অকাতরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।