
রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে জমিজমার পূর্ববিরোধে প্রতিপক্ষকে মারধর ও ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ধামরাই উপজেলার সদর ইউনিয়নের ডেমরান গ্রামের আলহাজ্ব ফজল হকের বাড়ির সামনে এ হামলা ও মারধরের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার (০৭ ডিসেম্বর ) বিকেলে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন। গত শুক্রবার সন্ধ্যায় এঘটনা ঘটে। আহত বৃদ্ধ আলহাজ্ব ফজল হকের ছেলে বাদি হয়ে এ ঘটনায় ৬ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, ১। সুরুজ (৫০), পিতা মৃত তোতা বেপারী, ২। মাসুদ (৪৫), পিতা-মৃত মাই ৩। বিল্লাল (৩৫), পিতা-মৃত মাঠু ৪। লিপি আক্তার (৩৫), স্বামী-মাসুদ ৫। আলামিন (২২), পিতা-মাসুদ-ঢাকা রোজিনা বেগম (৩৫), স্বামী-সুরুজ। অভিযুক্তরা সকলেই ডেমরান এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, সুরুজ ও তার সাথে থাকা ১০/১২ পূর্বে থেকেই দেশীয় অস্ত্রসহ পথিমধ্যে অপেক্ষা করতে থাকে। শহিদুল ইসলাম নামাজ পড়ে বাসায় ফেরার পথে অতর্কিত হামলা চালায়। তাদের মারধরে শহিদুল চিৎকার করলে শহিদুলের বাবা আলহাজ্ব ফজল হক এগিয়ে আসলে তাকেও মারধর করেন অভিযুক্তরা। এসময় বৃদ্ধের হাতে ও পায়ে জখম হয়।
শহিদুল ইসলাম বলেন, ওরা আমার ভাইকে মারধর করেছে এবং আমার বয়স্ক বাবাকে কুপ দিয়ে জখম করেছে। এখনও রাস্তায় অস্ত্র নিয়ে দাড়িয়ে থাকে এতে আমরা আতংকে রয়েছি। হামলার সময় আমার বাবা দোকান থেকে ফিরছিলো তার সাথে থাকা মুরগির ব্যববসার ৫ লাখ টাকাও ছিনিয়ে নেয় তারা।
এব্যাপারে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
