মনির মোল্যা : আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরের সালথায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও প্রাশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, সালথা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী লিয়াকত হোসেন, নির্বাচন অফিসার মোঃ তেলাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, যুব উন্নয়ন অফিসার মোস্তফা আহসান কামাল, সালথা থানার তদন্ত অফিসার মো. আহাদুজ্জামান আহাদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, খন্দকার আলীমুজ্জামান, বাচ্চু মাতুব্বার, আব্দুল কাদের, জাকির হোসেন, বল্লভদি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, সালথা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহান, সহসভাপতি এম কিউ হোসাইন বুলবুল, সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমূখ।