বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ হাউস অব লর্ডসে বাংলাদেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশের আয়োজনে এবং বাংলাদেশী স্টুডেন্টস ইউনিয়নের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এ সেমিনার। ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দলীয় সাবেক হুইফ ব্যারেনেস লোরলি জইন বার্টের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার লঙ্ঘন, আইনের শাসন ও বর্তমানের পরিস্থিতির ওপর অনুষ্ঠিত হয় সেমিনার। সেমিনার পরিচালনা করেন ভয়েস ফর বাংলাদেশের ফাউন্ডার আতাউল্যাহ ফারুক।
এতে বক্তব্য রাখেন, লর্ড হোসাইন, লর্ড এন্ডুস্ট্রানেল, টনি লয়েড এমপি, হিউম্যান রাইটস ওয়াস সাবেক এশিয়া বিষয়ক প্রধান আব্বাস ফয়েস, আর্ন্তজাতিক আইনবিদ মাইকেল পলক, সাবেক মেজর আবু বকর সিদ্দিক, বাংলাদেশী স্টুডেন্ট ইউনিয়নের কনভেনর এইচ এস সোহাগ, ভয়েস ফর বাংলাদেশ ইউকের কনভেনর ফয়সাল জামিল, আর্ন্তজাতিক মানবাধিকার কর্মী, ইউরোপিয়ান কমিশন প্রতিনিধি প্রমুখ।
সাবেক হুইফ ব্যারোনেস লোরলি বার্ট বাংলাদেশ বিষয়ে প্রত্যেক ব্রিটিশ বাংলাদেশীদেরকে নিজ নিজ এমপি বরাবরে চিঠির মাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অবহিত করার জন্য পরামর্শ দেন। তিনি উপস্থিত অনেকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।