সৌদি আরব প্রবাসী সকল বাংলাদেশীদের দৃষ্টি আকর্ষণ করছি।
সম্প্রতি সৌদি আরবে বিভিন্ন অঞ্চলে একটি শক্তিশালী সংঘবদ্ধ প্রচারক চক্রের আবির্ভাব হয়েছে। এই চক্রটি উঠতি বয়সের কিশোরদের টার্গেট করে। চক্রটি উঠতি বয়সের কিশোরদের ইকামা দিয়ে বিভিন্ন কৌশলে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে সৌদি আরবের মোবাইল অপারেটর কোম্পানি মোবাইলি ও সৌদি টেলিকম কোম্পানি (STC) থেকে বিভিন্ন পোস্ট পেইড প্যাকেজ সিম উঠিয়ে নিচ্ছে। নতুন পোস্ট পেইড সিম কার্ড উঠিয়ে দিয়ে বাংলাদেশী এসব কিশোররা পাচ্ছেন ১০০ থেকে ৩০০ সৌদি রিয়াল। সামান্য কিছু টাকার বিনিময়ে এই সব বিপথগামী কিশোরদের ইকামা দিয়ে কিনে আনা সিমের বিল কে দিবে ?
এখানে উল্লেখ্য বিষয় হলো প্রায় সবার ইকামা দিয়ে ৮ থেকে ১০টা করে সিম কার্ড উঠিয়েছে। যদি ৪ টা মোবাইলি আর ৪ টি এস টি সি সিমকার্ড করে ৮ টা সিমকার্ড হয় তবে মোবাইলি এক সিমকার্ড এর সাথে ৪ টা মাল্টি সিম থাকে। তার মানে এক প্যাকেজ মোবাইলি সিমকার্ড এর মধ্যে সিম কার্ড রয়েছে ৫ টি করে। চার প্যাকেজ সিমকার্ড ২০ টি। আর STC এক প্যাকেজে তিনটি করে সিম কার্ড। চার প্যাকেজ সিমকার্ড ১২ টি। একটি সূত্র নিশ্চিত করেছে প্রত্যেক সিম কার্ড ১২০ রিয়াল বিক্রি হচ্ছে। আপনার সন্তান সামান্য ১০০/২০০ রিয়ালের আশায় হাজার টাকা জরিমানা দেয়ার রাস্তা তৈরি করছে।
গত প্রায় তিন মাস ধরে একটি অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে কাজ করতে গিয়ে আমি এই চক্রটির সন্ধান পাই। এখানে এই চক্রের পরিবার পরিজন ও আমার প্রাণ প্রিয় মাতৃভূমির দিকে তাকিয়ে সবার পরিচয় গোপন রেখে কিছু কথা বলি।
আপনি কি জানেন ? আপনার উঠতি বয়সের কিশোর ছেলে সৌদি আরবের পবিত্র মাটিতে বসে মদ, গাঁজা, ইয়াবা সহ নানা নেশায় আসক্ত ? আপনি প্রশ্ন করতে পারেন সিমের সাথে এসবের কি যোগাযোগ? হা। যোগাযোগ আছে। এসব কিনতে টাকা লাগে। আর তাই সিমের ধান্দাটা দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে।আপনার সন্তান আপনার সম্পদ। আপনার সম্পদের নিরাপত্তা আপনাকেই নিশ্চিত করতে হবে।
নিরাপদে থাকুন
নিরাপদে রাখুন। Copy News