আমীর চারু, সৌদি আরব : সৌদি আরবের তুরবাহ শহরের নিকট মরুভূমি থেকে এক বাংলাদেশি গৃহকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে সৌদি পুলিশ।
আল বাহা ও তায়েফের মাঝামাঝি ছোট শহর তুরবাহ। তুরবাহ থেকে ২০ কিমি দক্ষিণে মরুভূমির মাঝখানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় কোহিনূর বেগম নামের এক বাংলদেশ গৃহকর্মীর লাশ পাওয়ার খবর দিয়েছে আরবি আনলাইন আল আজিল ।
পোর্টালটি পুলিশের উদ্ধৃতি দিয়ে জানায়-মঙ্গলবার তুরবাহ’র স্থানীয় এক নাগরিক মরুভূমির মাঝে একটি গাছে ঝুলন্ত লাশটি দেখতে পান। তাৎক্ষণিক সৌদি পুলিশ কে ফোন দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পুলিশ!
ইকামা তথ্য অনুসরণ করে পুলিশ নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করলে নিয়োগকর্তা অভিযোগ করেন, দু’দিন আগে কোহিনুর তার বাসা থেকে পালিয়ে যায়। তারপর কোহিনুরের সঙ্গে আর কোন যোগাযোগ হয়নি।
কোহিনূর বেগমের মৃতদেহের সাথে প্রাপ্ত ইকামা থেকে সে বাংলাদেশি সনাক্ত করা গেলেও বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। কোহিনুরের লাশ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে আইলাইনটির ভাষ্যমতে মামলাটি সৌদি পুলিশের নিবিড় তদন্তাধীন অবস্থায় রয়েছে ।