মো: শাখাওয়াত হোসেন সিরাজদিখান, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জ-১ সিরাজদিখান-শ্রীনগর উপজেলার ২৮টি ইউনিয়নে ২ হাজার ৫ শত দুস্থ্যদের মাঝে জাকের পার্টির পক্ষ থেকে ঈদবস্ত্র (কাপড়-লুঙ্গি) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্রীনগর উপজেলার বেজগাঁও চৌরাস্তা সংলগ্ন একটি কমিউনিটি সেন্টার থেকে উপজেলার ১৪টি ইউনিয়নের জাকের পার্টির নেতৃবৃন্দের হাতে এই বস্ত্রতুলেদেন মুন্সীগঞ্জ জেলা জাকের পার্টি যুবফ্রন্ট এর সাধারণ সম্পাদক সারোয়ার মোহাম্মদ সানি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি মুন্সীগঞ্জ জেলা (পশ্চিম) সভাপতি মো. আক্কাস খালাসী। আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা জাকের পার্টির সভাপতি দেলোয়ার হোসেন,শ্রীনগর উপজেলা যুবফ্রন্টের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক শ্রীনগর উপজেলা মো. মনিরুল আলম। এছাড়া বিকাল ৪ টায় সিরাজদিখান উপজেলার মালখানগর জলসাঘর থেকে ১৩ টি ইউনিয়নের জাকের পার্টি নেতৃবৃন্দের হাতে ঈদবস্ত্র তুলেদেন জেলা জাকের পার্টি যুবফ্রন্ট এর সাধারণ সম্পাদক সারোয়ার মোহাম্মদ সানি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জাকের পার্টি যুবফ্রন্ট এর সভাপতি তৈয়বুর রহমান রুহুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাখানগর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। এ সময় মালখানগর ইউপি মহিলা সদস্য ঝর্ণা বেগম, মীম আক্তার, নুর বানু, সদস্য আজিজুল, হযরত আলী খান, সালাম মিয়া, কোরবান আলী, হারুন অর রশীদ, আবু সাঈদ, হারুন মোল্লা, জামাল শেখ ও আওলাদ হোসেনের হাতে এই বস্ত্র তুলে দেন যাতে ওযার্ড প্রতি হত দরিদ্রদের বাড়ি বাড়ি পৌাঁছানো সহজ হয়।
Subscribe
Login
0 Comments
Oldest