মোঃ শাখাওয়াত হোসেন, সিরাজদিখান, মুন্সীগঞ্জ থেকে : সিরাজদিখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সমাপনী পরিার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়। ও ১০৯ জন এ সময় তাদের মাঝে শিা উপকরণ বিতরণ করা হয়। পরে তাদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাকেয়া বেগমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদ শিকদার, ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিখিল বনিক, বিদ্যালয় শিক্ষিকা সাবিনা আক্তার, সাংবাদিক মো:শাখাওয়াত হোসেন প্রমুখ।
এছাড়া ১০৯ জন পরিার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।