মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল এফএম মহিউদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, সালথা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, বল্লভদি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, প্রেসক্লাবের সহ-সভাপতি আবু নাসের হুসাইন, সাংবাদিক মনির মোল্যা প্রমূখ। সভায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী পুলিশ সুপার বলেন, সালথায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে এখন ভালো। তবে ভবিষ্যত নতুন প্রজন্মকে ভালো রাখতে হলে সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে। কেউ আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।