মনির মোল্যা : ফরিদপুরের সালথায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান। উপজেলা শিক্ষা অফিসের উদ্যেগে রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ৩টি হুইল চেয়ার, ৭টি শ্রবণ যন্ত্র ও ৯টি চশমা বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম, সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, উচ্চ-মান সহকারী খালেকুজ্জামান, উপজেলা শিক্ষক নেতা সৈয়দ নাজমূল হোসেন লিটু, জাহিদুর রহমান, মাঈনুল ইসলাম প্রমূখ।