মনির মোল্যা : ফরিদপুরের সালথায় প্রতিপক্ষের হামলায় আব্দুল কুদ্দুছ শেখ (৪৮) নামে এক কৃষক গুরুত্বর আহত হয়েছেন। রবিবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের কানাইড় গ্রামে এঘটনা ঘটে। কুদ্দুছ ঐ গ্রামের মৃত রশিদ শেখের ছেলে। আহতবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, কানাইড় গ্রামের মৃত হাফেজ শেখের ছেলে রহম শেখের সাথে কুদ্দুছ ও ছিদ্দিক শেখের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রবিবার বিকালে গাছ থেকে নারিকেল পারা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও হামলার ঘটনা ঘটে। আহতদের বড় ভাই ছিদ্দিক শেখ সাংবাদিকদের বলেন, আমাদের গাছের নারিকেল পারতে গেলে রহম শেখ, টুকু শেখ, দেলোয়ার শেখ, রাসেল শেখ, সুমন মোল্যা গংরা আমাদের অতর্কিতভাবে হামলা করে। এ হামলায় কুদ্দুছ শেখ গুরুত্বরভাবে আহত হয়। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছিদ্দিক শেখ বাদী হয়ে সালথা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এব্যাপারে রহম শেখের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান বলেন, কানাইড় গ্রামের ঘটনায় থানায় একটি অভিযোগ এসেছে। আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিবো।