সালথায় পরিবার পরিকল্পনার এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

মনির মোল্যা : সারাদেশের ন্যায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্যাপন উপলক্ষে ফরিদপুরের সালথায় এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে এ সভার আয়োজন করেন। আসছে ২৪ নভেম্বার থেকে ২৯ নভেম্বার পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্যাপন করা হবে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম, পরিবার পরিকল্পনার সহকারী অফিসার কাইয়ুম ভূইয়া, সালথা প্রেসক্লাবের সহসভাপতি আবু নাসের হুসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সহকারী দীলিপ কুমার সরকার ও সকল মাঠ কর্মীবৃন্দ।

উক্ত সভায় সভাপতি বলেন, ২০০১ সাল থেকে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ মাতৃমৃতে্যুর হার ৩২২ থেকে ১৭০ এ হ্রাস পেয়েছে। এটি একটি উল্লেখযোগ্য সফলতা। জন্মহার হ্রাস,মাতৃস্বাস্থ্য সেবার সুযোগ সৃষ্টি, গর্ভকালে, প্রসবকালে ও প্রসব পরবর্তী সময়ে মাতৃস্বাস্থ্য সেবা গ্রহনের হার বৃদ্ধি এবং আর্থসামাজিক অগ্রগতির ফলে এসফলতা অর্জন করা সম্ভব হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments