মনির মোল্যা : দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সালথায় এক র্যালী বের করা হয়। আজ বুধবার সকাল ১০ টায় র্যালীটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
দৈনিক যায়যায়দিনের সালথা সংবাদদাতা আবু নাসের হুসাইনের পরিচালনায় র্যালীতে অংশগ্রহন করেন, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি মনির মোল্যা, সালথা থানার এস.আই স্বপন কুমার, শিক্ষক বিপ্লব কুমার সাহা, দলিল লেখক হারেজ মোহরী, যুবলীগ নেতা মো. সোহেল, আরিফুল ইসলাম প্রমুখ।