মনির মোল্যা : ফরিদপুরের সালথায় আলামীন খান (২৬) ও আবু বক্কার (৪৫) নামে দুই মাদক কারবারী আটক করেছে পুলিশ। সোমবার সন্ধায় ও রাতে উপজেলার গট্টি ইউনিয়নের গট্টি এলাকা থেকে পৃথকভাবে তাদের আটক করা হয়। আলামীন মিরের গট্টি গ্রামের মঈনদ্দিন খানের ছেলে এবং বক্কার একই গ্রামের মৃত শেখ বাহাদুরের ছেলে।
পুলিশ জানায়, সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খানের নেতৃত্বে এএসআই আবু সালেহ ও এএসআই বিকাশের একটি পুলিশ টিম অভিযান চালিয়ে সোমবার সন্ধায় মিরের গট্টি গ্রাম থেকে আলামীন খানকে ৫০ গ্রাম গাঁজা সহ হাতে নাতে আটক করে। একই রাত ১০ টার দিকে এস.আই ওয়াসিমসহ আরেকটি পুলিশ টিম বালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আবু বক্কারকে ৯পিচ ইয়াবাসহ আটক করে।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ বালিয়া গট্টি বাজার ও তার আশপাশের এলাকায় মাদক বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে পৃথক দৃুটি মাদক মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়ে।