মনির মোল্যা : বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কঃ ছেঃ আঃ) ছাহেবের মহপবিত্র বিশ^ উরস শরীফ ২০১৯ উপলক্ষে জাকের পার্টির সর্বচ্চ নেতা আলহাজা খাজা মিয়া ভাইজান মোজাদ্দেদী ও জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ¦ খাজা মেজ ভাইজান মোজাদ্দেদী ছাহেব দ্বয়ের নির্দেশে ফরিদপুরের সালথায় জাকের পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাকের পার্টির উদ্যেগে মঙ্গলবার (১৫ জানুয়ারী) বিকালে গট্টি ইউনিয়নের কাউলিকান্দা গ্রামে দুলাল সর্দারের বাড়ীতে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, জাকের পার্টি ফরিদপুর সাংগঠণিক বিভাগের সাধারণ সম্পাদক ও জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া। অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, জেলা জাকের পার্টির প্রচার সম্পাদক ফকির আঃ মান্নান, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খান, উপজেলা জাকের পার্টির সহসভাপতি সাহিদ আলী শিকদার, আঃ মান্নান মিয়া, ইউনিয়ন জাকের পার্টির সভাপতি ইউসুফ আলী শিকদার, সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহারিয়া জুয়েল, সাধারণ সম্পাদক বেনজামিন হায়দার বেনু, যুগ্ম-সম্পাদক আবুল বাসার, মকিবুল ইসলাম প্রমূখ।
উক্ত সভায় জাদু মিয়া বলেন, বর্তমান যামানা খুব মছিবতের যামানা। এই যামানায় ঈমান নিয়ে বেচেঁ থাকা খুবই দুরস্কার। তাই আসছে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০১৯। এই উরস শরীফে জান-মাল দিয়ে সবাইকে খেদমত করতে হবে। তাহলেই মহান আল্লাহুর রহমতে ও পীর কেবলাজান হুজুরের দয়ায় মছিবতের যামানায় ভাল থাকা সম্ভব।